জোকোভিচের মাস্টার্স জয়ের রেকর্ডে ভাগ বসালেন নাদাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১২:০৮ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪

ইতালিয়ান ওপেনের ফাইনালে রবিবার নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়েছেন রাফায়েল নাদাল। ২ ঘণ্টা ৪৯ মিনিটের এই লড়াইয়ে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে জেতেন দ্বিতীয় বাছাই নাদাল। জোকোভিচের ৩৬টি এটিপি মাস্টার্স খেতাব ছিল। এই ফাইনাল জয়ের পর নাদালও জিতে নিলেন সমসংখ্যক খেতাব।

প্রথম সেটে ৫-৭ গেমে নাদাল জয় পেলেও পরের সেটে ফিরে আসেন জোকোভিচ। ৬-১ গেমে জেতেন। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে চ্যাম্পিয়ন হন নাদাল। জয়ের পর তিনি বলেন, ‘‘এটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। আমি ১০ম বার এই খেতাব জিতলাম। এটা অবিশ্বাস্য।’’

২০২০ সালেও ফেঞ্চ ওপেনে জোকোভিচের মুখোমুখি হন নাদাল। সেবারও জেতেন তিনিই। শেষ ১৭ বারের মধ্যে ১৫ বারই ইতালিয়ান ওপেন জিতেছেন নাদাল ও জোকোভিচের মধ্যে একজন। ইতালিয়ান ওপেনে জোকোভিচ পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত