জেলেদের ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রকাশ: ১১ মে ২০২৪, ১৫:০৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০২
অদ্য বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সিকদার এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল মীরের পরিচালনায় উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি জনাব ইসরাইল পন্ডিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোসাদেক হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি এ্যাড. ইসলাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, মোঃ শাহজাহান মেম্বার, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ।
সভায় জনাব আনোয়ার হোসেন সিকদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা জেলেদের অবর্ণনীয় দুঃখ কষ্টের সাথী হিসেবে জনাব আনোয়ার হোসেন সিকদারের ভূয়সী প্রশংসা ও তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সারা বাংলাদেশের অসহায় জেলেদের একমাত্র প্রতিনিধি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি খাদ্য সহায়তা, এফআইডি কার্ড, ইজারা প্রথা বাতিল সহ জেলেদের যাবতীয় কর্মকাণ্ড এই সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক জেলেদের এই সংগঠনের মাধ্যমে মুক্ত করা হয়েছে ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বক্তারা জেলে সম্প্রদায়ের ৭ দফা দাবি আদায়ে সমস্ত জেলে সম্প্রদায়কে এই সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। ৭ দফা দাবির মুখ্য দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কষ্টার্জিত অর্থে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তাহা বন্টনে অনিয়ম ও লুটপাট বন্ধ করার জন্য মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিকল্প কর্মসংস্থানের সহায়তা গরু—ছাগল বিতরণেও বিতরণকারী কর্তৃপক্ষের স্বজনপ্রীতি ও দলীয়করণ যা বন্ধ করার জোর দাবি জানান হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত