জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গাবতলীর উজগ্রামে প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ২০:৪১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:১৮
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ১৬অক্টোবর শনিবার গাবতলী থানা ছাত্রদলের উদ্যোগে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামে তৃতীয়দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক বাবু মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাবতলী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহতাছিন বিল্লাহ মুন, সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান মোহন ও মোঃ বিপ্লব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শাকিল আহম্মেদ, ছাত্রদল নেতা মামুন, সৌকত, সাগর, শাখিল, ইউনুছ, ওসমান, সাদেকুল, রোমান, পাভেজ, রাকিব, আল আমিন, সজিব, শহীদ, সিহাব, আলম’সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত