জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফেরদাউস হিলাল

  লৌহজং-(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৮ মে ২০২২, ১৯:১৯ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৫১

এবার জাতীয় শিক্ষা সপ্তাহে মুন্সীগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. ফেরদাউস হিলাল। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল সোমবার এ ঘোষণা করেন।

প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি শেখ মো. ফেরদাউস হিলাল দুর্নীতি দমন কমিশনের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বাংলাদেশ স্কাউট লৌহজং উপজেলা ইউনিটের সচিব, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সহ-সভাপতি, ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করছেন।

কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে তার কর্মজীবনের শুরু। ১২ বছর শিক্ষকতা করার পর তিনি ২০১৩ খ্রিষ্টাব্দে সহকারী প্রধান শিক্ষক হিসাবে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৭ খ্রিষ্টাব্দে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি প্রধান শিক্ষক হওয়ার দুই বছরের মধ্যে ২০১৯ খ্রিষ্টাব্দে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মার্যাদা লাভ করে। বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল, নিচু ভূমি ভরাট করে খেলার মাঠ তৈরি, শহীদ মিনার, অভিভাবক শেড নির্মাণসহ নানাকাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

শেখ মো. ফেরদাউস হিলাল শিক্ষকতা জীবনে বেশ কয়েকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এসব প্রশিক্ষণে ভাল ফল করার কারণে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার নির্বাচিত হন। সরকারি ব্যবস্থাপনায় তিনি বিদেশি প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত