জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১৯:৪৯ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫১

বগুড়া জেলার শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হলেন আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ (পিও)। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় জেলা প্রশাসক জিয়াউল হক শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার সমিতির সভাপতি রফিকুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির, জেলা মৎস্য সহকারি পরিচালক মশিউর রহমান, বগুড়া সদর সিনিয়র মৎস্য অফিসার শারমিন আক্তার প্রমূখ। ইতিপূর্বে আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ (পিও) করোনা কালীন সময়ে অনলাইনে দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত