জেনারেল সোলাইমানির হত্যাকারীরা শাস্তি এড়াতে পারবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ০৮:০২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য আমেরিকা শাস্তি এড়াতে পারবে না। জেনারেল সোলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আবদুল্লাহিয়ান।
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে স্মৃতিস্তম্ভের এই স্থানে হত্যা করেছিল মার্কিন সন্ত্রাসী বাহিনী। হত্যাকাণ্ডের জন্য মার্কিন বাহিনীকে নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি কোনমতেই এড়াতে পারবে না মার্কিন সরকার। হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত ছিল এবং এই সন্ত্রাসী কর্মের যারা পরিচালক তাদেরকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত