রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি

জেনারেল ভিতালি গেরাসিমভকে হত্যা করার দাবি ইউক্রেনের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ মার্চ ২০২২, ০৯:৫৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮

রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।

বিবিসি এ খবর জানিয়ে বলেছে, ইউক্রেনের এ দাবি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং রাশিয়াও কিয়েভের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, খারকিভের কাছ এক সংঘর্ষে রাশিয়ার ৪১তম বাহিনীর উপ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, ওই সংঘর্ষে আরো কয়েকজন রুশ সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, জেনারেল গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি সিরিয়ায় রাশিয়ার সেনা অভিযানে অংশগ্রহণ করেছেন। তাকে সম্মানজনক সামরিক পদকও প্রদান করা হয়।

ইউক্রেনের কর্মকর্তারা টুইটারে এক ব্যক্তির ছবি প্রকাশ করে তাকে জেনারেল গেরাসিমভ বলে দাবি করেছেন। তার ছবির নীচে লাল কালিতে লেখা হয়েছে ‘ভবলীলা সাঙ্গ করা হয়েছে’।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে গেরাসিমভকে হত্যা করার দাবি করেছে তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ নন; যদিও কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমে তেমনটিই দাবি করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত