জুসের কারখানায় অভিযান, গ্রেফতার ৩
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৪:৫৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের কাছে অবস্থিত এ আর কনজ্যুমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শিশুদের জুস ও ললিলপ তৈরির সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসির (ডিবি) নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কারখানায় ‘রোববো’ নামক ললিপপ জুস এবং আমের জুস তৈরি করা হচ্ছিল। বিএসটিআই থেকে এ আর কনস্যুমার লিমিটেড নামে পণ্য দুইটির মোড়কজাতকরণের অনুমোদন নেওয়া আছে। কিন্তু সিএম লাইসেন্স নেই। তাছাড়া জুসের মোড়কে এ আর কনস্যুমার পরিবর্তে ‘ভেগান’ নাম দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় মালিক পলাতক ছিলেন। তিন জন কর্মচারীকে গ্রেফতার করে বিপুল পরিমাণ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশুখাদ্য ম্যাংগো ফ্লেভারড জুস ও ললিপপ জব্দ করে নিয়ে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত