জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ওমানে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১৩:০৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫২

মেন্স জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ওমানে। হকির অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টর জন্য আজ ভোরে মাস্কটে এসে পৌঁছেছে মামুনুর রশীদের দল। বিশ্রাম নিয়ে আবার আজই অনুশীলন করার কথা লাল-সবুজদের। 

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ওমান থেকে বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে রাত ৩ টায় ওমানের হোটেল প্ল্যালাটিনিয়ামে কোচ, ম্যানেজার ও খেলোয়াড়দের নিয়ে ভালোভাবে পৌঁছেছি। আজই আবার সকালে অনুশীলন হবে। কাল আমরা প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবো।’

ওমানে নেমেই অবসর কাটানোর সুযোগ নেই বাংলাদেশের। কাল তাদের অভিযান শুরু হচ্ছে। গ্রুপ ‘বি’তে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। ৭ জানুয়ারি শ্রীলঙ্কা ও ৯ জানুয়ারি লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। 

দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে চাইনিজ তাইপে, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। এখান থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত