জীবনে দুই মা-কে পাওয়া আশীর্বাদের মতো, মাতৃদিবসে আবেগময় পোস্ট সচিনের
প্রকাশ: ৯ মে ২০২১, ১৩:৪৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৪
প্রত্যেক সন্তানের জীবনে তার মায়ের অবদান অপরিসীম। ছোট থেকে বড় হওয়া...প্রতিটি পর্বেই সন্তানকে পথ দেখান মা। একজন খেলোয়াড়ের জীবনেও মায়ের ভূমিকা ততটাই গুরপত্বপূর্ণ। স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে গ্রাউন্ডে প্র্যাক্টিসে নিয়ে যাওয়া, খেলোয়াড় জীবনে খারাপ সময়ে হোক...প্রায় প্রতিটি মুহূর্তেই পাশে দাঁড়িয়ে যে মানুষটি সাহস জোগান, মনোবল বাড়ান...তিনি মা। আজ মাতৃ দিবসে বরাবরের মতো তাই নিজের সাফল্যময় জীবনের জন্য মা-কে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সচিন তেন্ডুলকর।
ফেসবুক পোস্টে তিনি লিখলেন, যত বয়সই হোক, মায়েরা সবসময় সন্তানদের জন্য প্রার্থনা করেন। তাঁদের কাছে আমরা শিশুই। আমার জীবনে দুই মা-কে পাওয়া আশীর্বাদের মতো। এঁরা আমায় বড় করে তুলেছেন এবং সবসময় ভালোবাসা দিয়েছেন।
আই এবং কাকু-কে মাতৃ দিবসের শুভেচ্ছা !
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত