জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৩:৫২ |  আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২০

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি এবং চন্দ্রিমা উদ্যানে তার মরদেহ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এর নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল।’

সম্প্রতি এক দলীয় সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। জিয়া কোথায় যুদ্ধ করেছেন সেই প্রমাণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই বলেও দাবি করেন সরকারপ্রধান। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রুচিহীন, শিষ্টাচারবহির্ভূত। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে এ ধরনের বক্তব্য দিচ্ছে।’

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছিল। এটা তো চাঁদের আলোর মতো পরিষ্কার। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। কারণ তৎকালীন সেনা অধিনায়ক জেনারেল এরশাদ নিজেই জিয়াউর রহমানের লাশ বহন করেছেন।’

রাজধানীর শেরেবাংলা নগর থেকে জিয়ার সমাধি সরকার স্থানান্তর করবে না বলেও মনে করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দলের চেয়ারপারসন ও নেতাকর্মীদের রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সম্প্রতি পুরোনো মামলাগুলো আবার সচল করা হচ্ছে।

রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

টিকার পর্যাপ্ত মজুদ না রেখে আবার টিকা কর্মসূচি চালু করা সরকারের একটি ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। স্বাস্থ্যবিধি মেনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত