জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি, যানজটে ভোগান্তি ‘চরমে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:১৬ |  আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৪

শহীদ নূর হোসেন দিবস ঘিরে বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবার বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এ অবস্থায় সকাল রোববার [১০ নভেম্বর] সকাল সাড়ে ৯টা থেকে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে গুলিস্তান ও পল্টন এলাকায় চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। অনেকেই আবার রিকশায় গন্তব্যে যাচ্ছেন।

জিরো পয়েন্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মতিউর বলেন, ‘গাড়ি থেমে থেমে যতটুকু ছাড়া যায়, তা করছি। আজ কর্মসূচি থাকায় এমন হচ্ছে। আশা করছি, বিকেল থেকে ঠিক হয়ে যাবে।’

এর আগে শুক্রবার [৮ নভেম্বর] রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ জানায়, রোববার [১০ নভেম্বর] শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এরপর শনিবার [৯ নভেম্বর] রাত ৮টার দিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি তাদের ফেসবুক পেজে জানায়, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করবে তারা। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত