জিরো পয়েন্টে জয় বাংলা স্লোগান, পালানোর সময় আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১৪:১৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২২

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ৮ থেকে ১০ জনের একটি দল দ্রুত মিছিল করে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।

উপস্থিত ছাত্র-জনতা ওই ব্যক্তিকে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ বাধা দিলে ছাত্রজনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিকে পুলিশের বেরিক্যাডের মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করানো হয়।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এ জায়গায় অবস্থান নিয়েছেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত