জিরো পয়েন্টে চলছে বিভিন্ন কর্মসূচি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩

ফাইল ছবি

নূর হোসেন দিবস উপলক্ষ্যে জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে গুলিস্থানের জিরো পয়েন্টে এ শ্রদ্ধা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কর্মী দীপক সেন বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আগের সরকারের সময়েও গণতন্ত্র ছিল না, এখনো নেই। আমরা বিশ্বাস করেছিলাম নতুন সরকার সংষ্কার না করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু সেটা হচ্ছে না। আমরা কোনো সরকারের পতন চাই না। এত লাশের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, সেটার প্রতিষ্ঠা চাই।

এদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত