জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে দোয়া ও তবারক বিতরণ  

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২৪, ১২:৪২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

মুন্সীগঞ্জ সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। শুক্রবার বাদ জুম্মা সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী বটতলাতে দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিমউদ্দিন শেখের সভাপতিত্ব ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শেখের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।  এ সময়ে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক আতাউর রহমান হাওলাদার,কোষাধ্যক্ষ  নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক(যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদ,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি,সাধারণ সম্পাদক আব্দুর রহিম,বিএনপি নেতা আব্দুল হালিম,তৌহিদুজ্জামান টিটু,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,সদস্য সচিব শাহাদাৎ শিকদার,জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ রাসেল,উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি,থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সুমন খান,ইকবাল কাল,আমিন শেখ,জাকির তালুকদার,সোহেল শেখ,উজ্জল,থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক,মামুন,আবু তাহের,মোশারফ মোল্লা,বাবু,সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,কৃষকদল,ওলামাদল সহ স্থানীয়  নেতৃবৃন্দ । অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাঠালতলী মুজাহিদপাড়া মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত