জিডি ছাড়া , ফি দিয়েই তোলা যাবে হারানো এনআইডি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে লাগবে না সাধারণ ডায়রির (জিডি) কপি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে।
এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে বলে জানিয়েছেন এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, আমরা বর্তমানে সফটওয়্যারের কাজ করছি। আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যার অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেওয়ার নির্দেশনা উঠে যাবে। কারণ জিডি করতে সেবা গ্রহীতাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মূলত এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত