জিএম কাদের করোনায় আক্রান্ত, দেশবাসীর দোয়া চেয়েছেন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৫২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩
করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল শনিবার পরীক্ষা করলে রবিবার তার রিপোর্ট পজেটিভ আসে। নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ আছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী একথা জানিয়েছেন।
জালালী বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাওয়া দাওয়া করছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি দলের চেয়ারম্যানের মনোবল অটুট আছে বলে জানান গেছে এই নেতা। জিএম কাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত