জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার  

  ছাইদুর রহমান, জামালপুর  

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০১ |  আপডেট  : ৪ মে ২০২৫, ০৯:২৪

জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মা মঞ্জিলা বেগম জিরা (৬৫) কে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী ছেলে মনজুরুল ইসলাম মনজু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চর নাওভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরশহরের চন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরিকাঘাতে হত্যা করে তার বড় ছেলে মনজুরুল ইসলাম মনজু।

এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করা হয়। ঘটনার পরের দিন নিহতের ছোট ছেলে জীবন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীকে গ্রেফতারে জামালপুরসহ বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে আজ ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর থেকে আসামী মঞ্জুরুল ইসলাম মনজুকে গ্রেফতার করা হয়। তাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, মঞ্জিলা বেগম জিরা নিজের চোখের চিকিৎসার জন্য টাকা জোগাতে কম্পপুর এলাকার গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলের কাছে ১৬ হাজার টাকায় নিজ বাড়ির তিনটি গাছ বিক্রি করেন এবং অগ্রীম ৯ হাজার টাকা বুঝে নেন। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ফরিদ মন্ডল (৪৫) ও তার লোকজন গাছ কাটতে আসলে বড় ছেলে মনজুরুল ইসলাম মনজু (৪০) বাধা দেয়। মনজু তার মাকে বলে আরও বেশী দামে গাছ বিক্রি করা যাবে কিন্তু এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদ মন্ডলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মনজু।

এ সময় ছেলেকে বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে হত্যা করে। বাড়িতে লোকজন আসতে দেখে মনজু পালিয়ে যায় এবং স্থানীয়রা আহত গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরের দিন (১৬ এপ্রিল) নিহতের ছোট ছেলে জীবন থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত