জানুয়ারির শেষে ওমিক্রন সংক্রমন শীর্ষে পৌঁছবে: ফাউচি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৩১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩
সংক্রমনের দিক থেকে ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে শীর্ষে পৌঁছবে ওমিক্রন। আন্তর্জাতিক গণমাধ্যমকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটি শীর্ষ সংক্রমন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
এদিকে বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে হারে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে শনাক্তের দিক তাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্ট সমন্বিতভাবে সংক্রমনের ভয়ঙ্কর সুনামি বয়ে নিয়ে আসছে। এটিকে তিনি টুইন থ্রেড বলেও অভিহিত করেন।
একদিনের ব্যবধানে ফ্রান্সে শনাক্ত হয়েছে ২ লাখ ৮ হাজার নতুন রোগী, যা ইউরোপের মধ্যে শীর্ষে। আর যুক্তরাষ্ট্রে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২৭জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত