জাতীয় যুব দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৯:৩৮ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১০

'দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাট যুব ভবন হলরুমে জাতীয় যুব দিবস - ২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট নাজমুল হুদা। 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের মো: মাসুদুল হাসান মালিক এর সভাপতিত্বে ও বাগেরহাট সদর উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদের স লনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন  সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী , বেসরকারী উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সোহাগ হাওলাদার প্রমুখ। 

সভা শেষে ৪ জনকে ২ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান, ৩০ জনকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয় এবং ৩০জন প্রশিক্ষণার্থীকে ৯৯ হাজার টাকা ভাতা প্রদান করা হয় এবং যুব কেন্দ্রের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত