জাতীয় মৎস্য সপ্তাহ শুরু বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১০:৩৬ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫০
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু। সপ্তাহের প্রথম দিবসে বগুড়ায় সাংবাদিকদের মত বিনিময় করেছে জেলা মৎস্য কর্মকর্তা। গতকাল শনিবার সকালে নিজ কার্যালয়ে মৎস্য সপ্তাহের কর্মসূচি তুলে ধরে জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক মশিউর রহমান, বগুড়া সদর মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপ সহকারি প্রকৌশলী আব্দুর রউফ। স্থানীয় সাংবাদিকের মধ্য বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীজা সেলিম রেজা, করতোয়ার স্টাফ রিপোর্টার রাহাদ রিটু, নয়া শতাব্দীর বগুড়া প্রতিনিধি আলমগীর হোসেন, ইলিয়াস হোসেন, আনোয়ারুল ইসলাম লিটন প্রমুখ। এসময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ শনিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ (২৩-২৯) শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রোববার ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালী, আলোচনা সভা, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদশন ও জেলা /উপজেলায় গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। সোমবার প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় প্রামাণ্য চিত্র। মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা। বুধবার উপজেলার গুরুত্বপূর্ন এলাকায় মৎস্যচাষিদের মাছ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন। বৃহস্পতিবার বিভিন্ন উপকরণ বিতরণ (বৈধ জাল, মৎস্য খাদ্য উপকরণ ও পোনামাঠ ইত্যাদি)। সপ্তাহের শেষ শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত