জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:১২

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা  এ.এস.এম রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক আহসানুল করিম, আলী আকবর টুটুল, আজাদুল হক, ইয়ামিন আলী, অলিপ ঘটক, এস.এস শোহান প্রমুখ।

মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সভায় বাগেরহাটে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা, সুবিধা-অসুবিধা ও সমস্যার সামাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমানে বাগেরহাট জেলার মৎস্য খাতের অবস্থা তুলে ধরা হয়। 

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে বাগেরহাটে এক লক্ষ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বাগেরহাট জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এছাড়া জেলার প্রতিটি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত