জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আদমদীঘিতে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১৬:০০ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:২৯

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২ইং, (২৩ জুন-২৯জুন) উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি শ্রাবনী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার প্লাবনভুমি মৎস্য গবেষনার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিট রেন্টু দাস, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, বেনজির রহমান, মিহির কুমার সরকার, মুনছুর রহমান, আনোয়ার হোসাইন, সাগর খান, হেদায়েতুল ইসলাম উজ্জল, এহসানুল হক সবুর খান সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগন। মতবিনিময় সভায় সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী গুলো আলোকপাত করেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত