জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

  শফিক স্বপন , মাদারীপুর

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৬:০১ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:১৯

"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে,  মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ই আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৮ ই আগস্ট হতে ৩ ই সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। মৎস্য সেক্টরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ জলাশয়ে মৎসচাষ সম্প্রসারণ ও আধুনিকিকরণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ সম্প্রসারণ, জাটকা সংরক্ষন ও মা ইলিশ রক্ষাসহ ইলিশ সম্পদ উন্নয়ন, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ও বিল নার্সারি স্থাপন, মৎস অভয়াশ্রম স্থাপনসহ মৎস্যজাত পণ্য রপ্তানি ও নিরাপদ মাছ সরবরাহের জন্য মৎস্য অধিদপ্তর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

মাদারীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাদারীপুর স্থানীয় সরকার উপ-পরিচালক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমন চন্দ্র, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, আমরা যদি সচেতন হই তাহলেই মাছের প্রজননে বিস্তার ঘটাতে পারি, অপরিপক্ক মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং মাছের অভয়ারণ্য তৈরি করতে হবে। সকলের সহযোগিতার ফলেই এটা করা সম্ভব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত