জাতীয় মৎস্য সপ্তাহে কাউনিয়ায় মাছের পোনা অবমুক্ত
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১৬:৩৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৫:০৮
কাউনিয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সরকারী জলাশয়ে রবিবার পোনা অবমুক্ত করা হয়। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি, এ শ্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব উল আলম, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান, জহির রায়হান, আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ। উপজেলায় রুই, কাতলসহ বিভিন্ন কার্প জাতিয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত