জাতীয় ভোটার দিবস উপলক্ষে শিবগঞ্জে র‍্যালী-আলোচনা সভা 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া)  প্রতিনিধিঃ 

প্রকাশ: ২ মার্চ ২০২২, ২১:২২ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯

মুজিববর্ষের অঙ্গিকার রক্ষা করবো ভোটারাধিকার এই স্লোগান কে সামনে রেখে  বগুড়া শিবগঞ্জে  ২ মার্চ ২০২২ বুধবার  জাতীয় ভোটার দিবস   উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিবছরের ন্যায় ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা'র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমানের  সঞ্চালনায়  এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা পঃ পঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাসমত উল্লা। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেরা প্রকৌশলী সিহাদুল ইসালম, মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে নির্বাচনের অফিসারের কার্যলয়ে আবেদনের প্রেক্ষিতে দ্রুত সময়ে   ভোটারদের জাতীয় পরিচয় পত্র ( স্মার্ট কার্ড) বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত