জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপির সমাবেশ
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১৪:২৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় সম্মুখ সড়কে পৌর বিএনপির সভাপিত জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লাহ মাষ্টার বাবলু, ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেনজির। সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মীরা অংশ নেয়।
সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। এতে জনগন সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে। সরকার একতরফা ক্ষমতায় থাকায় এখন ক্ষমতার অপব্যবহার শুরু হয়েছে। ইউপি নির্বাচনেও সহিংসতা হচ্ছে। অবিলম্বে দেশের সংকট মোকাবেলায় নিরপে¶ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও বক্তব্য দেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত