জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারক লিপি প্রদান
প্রকাশ: ২৩ মে ২০২১, ১৯:২০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০০
সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ঈবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। রবিবার (২৩ মে) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের কাছে এই স্মারকলিপি প্রধান করেন বাংলাদেশ স্বতন্ত্র ঈবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদকব মাও. শামসুল হক আনছারী। এসময়, বাংলাদেশ স্বতন্ত্র ঈবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবিগুলো হচ্ছেঃ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল ইবতেদায়ী মাদ্রাসাকে মুজিববর্ষে জাতীয়করণের ঘোষণা। কোড বিহীন মাদ্রাসা গুলোকে বোর্ড কর্তৃক কোড ন্মবর দেওয়া, একজন আলিম শিক্ষকের পরিবর্তে, একজন এইচএসসি পাশ শিক্ষক অন্তর্ভুক্ত করা, মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মান, মাদ্রাসার স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত