জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান
প্রকাশ: ৩০ মে ২০২১, ১৭:৩৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক সহ–উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাঁকে এ নিয়োগ দেন। এ বিষয়ে আজ রোববার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। গত ৪ মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো.আবদুল হামিদের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হলো। ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এ মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত