জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লৌহজংয়ে পুষ্টি চাল ও ফল বিতরণ

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৬:০৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৮

’খাদ্যের কথা ভাবলে পুষ্ঠির কথাও ভাবো’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার  লৌহজং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এ সময় ৫০ জনকে ৩০ কেজি করে পুষ্টি চাল ও বিভিন্ন প্রজাতির ফল বিতরনের মাধ্যমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মো. রুহুল আমিন মোড়ল, মো. জাকির হোসেন বেপারী,  মো. ফারুক ইকবাল মৃধা, মো. আমির হোসেন তালুকদার, এইচ এম আজিজুল হক প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত