'ভবিষ্যৎ প্রজন্মকে গ্রন্থপাঠে উদ্বুদ্ধকরণে পরিবারের ভূমিকা'
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত মুক্ত আলোচনা সভা
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১৪:০৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
১৩ জুন ২০২৩, বিকেল ৩ টায় ঢাকা মহানগরীর জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের সভাকক্ষে আয়োজিত হয় এই আলোচলনা সভাটি। কয়েকটি পাঠাগার থেকে মা ও পাঠক সদস্য অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সভাপতিত্ব করেন কবি মিনার মনসুর (পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, প্যানেল আলোচক ছিলেন কথাসাহিত্যিক মাসুদুর জামান, লেখক ও মনোবিজ্ঞানী মোহিত কামাল, আবৃত্তি শিল্পী রুপা চক্রবর্তী সহ বিভিন্ন পাঠাগারের সভাপতি/ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন জনাব ফরিদ উদ্দিন সরকার (উপপরিচালক জাতীয় গ্রন্থকেন্দ্র)।
তথ্য প্রযুক্তির যুগে বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে। বই পড়ার অভ্যাস হারিয়ে যাওয়ার আরেকটি মূল কারণ আমদের শিক্ষাব্যবস্থা। তাছাড়া অভিভাবকগণও বর্তমানে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই পড়াকে নিরুৎসাহী করে। বই হচ্ছে জ্ঞানের সমুদ্র, বই পড়া থেকে বিরত থাকা মানে জ্ঞানহীন একটি জাতি তৈরি করা। বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা উদ্দেশ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এই উদ্যেগ নেয়া হয়। ভবিষ্যতে আরো বড় পরিসরে আরো বেশি অভিভাবক ও শিশুদের নিয়ে এই আলোচনা করা ইচ্ছা ব্যক্ত করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত