জহির রায়হানের রুপা জয়, ইমরানুরের সামনে সোনার হাতছানি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৪

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের জহির রায়হান। রোববার ইরানের তেহরানে ৪৮.১০ সেকেন্ড দৌড়ে এই সাফল্য এনে দিয়েছেন জহির। তার দিনে ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে পা রেখেছে গত আসরে সোনা জয়ী ইমরানুর রহমান। পদক ধরে রাখার মিশনে সোমবার রাত ৮টা ৫০ মিনিটে দৌড়াবেন দেশসেরা এই স্প্রিন্টার।

ফাইনালের পথে সেমিতে দুই হিটে ১৬ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেন ইমরানুর। সময় নেন ৬.৬০ সেকেন্ড। একই ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুল। তবে চার নম্বর হিটে ৬.৮৭ সেকেন্ড লাগিয়ে চতুর্থ হয়ে বাদ পড়তে হয়েছে তাকে।

এর আগে, গত বছর কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে সোনা এনে দিয়েছিলেন ইমরানুর। সেটিই ছিল এশিয়ার শীর্ষ স্তরে বাংলাদেশি অ্যাথলেটদের প্রথম সোনা। এবার তাই সোনা ধরে রাখার মিশন ইমরানুরের সামনে।

সেই সোনা জয়ের পর অবশ্য, দেশেও শিরোপা জিতেছেন ইমরানুর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন তিনি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত