জহির খানের তিনটি কবিতা

  জহির খান

প্রকাশ: ৫ মে ২০২১, ০৯:২১ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১

বিগলিত দৃশ্যপট

বুক পকেটে নিয়ে হাঁটি চৈত্রের দুপুর
দৃশ্যত এক কবিতা হবে প্রিয় সময়
তাহারা যাত্রার বিকেল হয়ে ফিরবে
বা নাই ফিরে আসুন আর এই তল্লাটে

দুপুরের সুমিষ্টঘ্রাণ ছড়িয়ে পড়ুক পাড়ায়
গলির মুখ থেকে বেড়িয়ে আসুক কবি
টিউব টাইপ সন্ধ্যায় নেমে আসুক পাহাড়

এখন
পাতারা ভুলে বসুক দীর্ঘ এক ছায়াশরীর
ফেকহী কিতাবাদী আলোর মুখ-

ধরে রাখি খা খা রোদ পরস্পরে

বিজুলী আলোক

যায় সেই আরো এই একটি নতুন পৃথিবীর মায়া
গায়ে পায়ে নিয়নের আলো পড়ে মনে পড়ে যাপন
মনে করে নেয় দেয় মায়ামেঘ ধুলিমাখা উঠোন

লাল এক দীর্ঘ চিন্তা উড়ে যায় সেই- আকাশ

কালোজামা পড়া বণিকের ফার্ম হাউজের চাপ
নিলাম হয় মানুষের ভিতরের মানুষ আর চিন্তা

একজোড়া ডায়নোসর বাবার পিঠে উঠে উঠুক
জল তৃষ্ণায় ক্লান্তিতে বেঁচে থাক- থাকুক মুখ

দিন মাস বছর কতো কথা বেঁচে থাকে তাহলে 

এখন প্রমিথিউস তীব্র প্রতিবাদ হয় মানুষ হোক
বটবৃক্ষকে সামনে রেখে এগুতে পারি ঠিক ঠিক 

জঠর অনুরাগ

ওরে বাতাস ধমক চিরচেনা আহ্লাদিত সুখ
উড়ে এসে জুড়ে নেয় উত্তাল ছায়ামাঠ
ধরে রাখে একবুক নীরব ঘোর- উত্তরের

বসে থাক তুই তোর পূবের মায়া- পূরাণ
অচল মূদ্রার থলে হাতে চৌরাস্তায়

রাতবিরাতে দেখ হাতপাখা ঝড়- হাওয়া

সুনিদ্রায় যাক চৈত্রের ঘুম পরিপাটি বিছানায় 
চলে যাক কান উড়িয়ে নেয়া এক অসুখ রাত

মাগী পশ্চিমে যাত্রা শুভ হোক কাল

এরপর দক্ষিণ দিকের হাওয়ায় বাড়ুক হাসুক
যত্রতত্র এক গভীর ঘুমে প্রিয়তুর জরায়ুর মুখ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত