জল ও দুঃখের রঙ
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২১:১৮ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭
জলের কি কোনো
নিজস্ব রঙ আছে?
আছে শুধু
নোনা অথবা মিষ্টি
কিংবা তিতকুটে স্বাদ।
জল শুকিয়ে গেলে
তার দাগ দেখে
তাই বোঝারও
কোনো উপায়
থাকে না দেখে
এটা কি বৃষ্টি
অথবা নদী কিংবা
কারো চোখের জল ছিলো।
মানুষের দুঃখেরও তেমনি
কোনো রঙ নেই বলে
যায় না বোঝা কোন
সে দুঃখের অনলে
জ্বলে মানুষের হৃদয়
অথচ ভীষণ ব্যস্ততায়
ছল করে লুকিয়ে
সুখে থাকার ভাণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত