'জলবায়ু সম্মেলনের ব্যর্থতার ফল হবে ভয়াবহ'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৭:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষত চলতি মাসের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-২৬) সফলতার দিকে তাকিয়ে রয়েছেন সবাই। এর আগেই জাতিসংঘ সতর্ক করে বলেছে, কপ-২৬ ব্যর্থ হলে বিশ্বজুড়ে চরম সংঘাত ও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিতে পারে। তবে সম্মেলনের আয়োজক দেশ যুক্তরাজ্য জানিয়েছে, কপ-২৬-এ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পথ প্যারিস জলবায়ু চুক্তির চেয়ে কঠিন হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর প্রতিবেদনে রোববার বলা হয়েছে, ৩১ অক্টোবর গ্লাসগোয় শুরু হচ্ছে কপ-২৬। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ১২০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রায় ৩০ হাজার জলবায়ু বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী, সাংবাদিক এবারের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে কার্যকর একটি চুক্তিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তিতে পৌঁছানোকে কপ-২৬-এর সফলতা বিবেচনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কপ-২৬-এর আগে ইতালির রাজধানী রোমে বৈঠকে বসছেন ধনী ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর নেতারাও।

আসন্ন কপ-২৬ সামনে রেখে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-বিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিনোসা সতর্ক করে বলেছেন, এই সম্মেলনের ব্যর্থতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভেঙে পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে সফল না হলে ক্রমবর্ধমান অভিবাসন ও খাদ্যসংকট বিশ্বজুড়ে সংঘাত ও বিশৃঙ্খলার কারণ হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা স্থিতিশীল রাষ্ট্রকাঠামো গড়ে তুলেছি। বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রেখেছি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতদের স্রোত এই শৃঙ্খলাকে হুমকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ও ঐক্যবদ্ধ উপায় খুঁজতে ব্যর্থতা মানে খাবারের প্রাপ্যতা কমে আসা, যা বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে ঝুঁকিতে ফেলবে। দেশে দেশে ক্রমবর্ধমান সহিংসতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার কারণ হবে।’ তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি আমাদের তৈরি পুরো রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দিতে পারে।’

এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দিচ্ছেন। তবে গ্লাসগোয় যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিন পিং ও পুতিনের অনুপস্থিতি সম্মেলনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন প্যাট্রিসিয়া এসপিনোসা। তিনি বলেন, সব দেশের রাষ্ট্র কিংবা সরকারপ্রধানেরা সম্মেলনে যোগ দেবেন না, এটাই স্বাভাবিক। তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এসব দেশের প্রতিনিধিত্ব থাকবে।

কপ-২৬-এ দেশগুলো কার্বন নিঃসরণের হার ২০১০ সালের তুলনায় ৪৫ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি প্রদানে একমত হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর বিষয়ে ২০৩০ সালের সময়সীমা বেঁধে দেওয়ার ওপর জোর দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ২০১৬ সালে সই হওয়া প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে বলা হয়েছিল।

প্যারিস চুক্তি সইয়ের পাঁচ বছর পেরিয়েছে। এখনো চুক্তিটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে এক দফা নাম প্রত্যাহারের পর আবারও ফিরে এসেছে। কপ-২৬-এ প্যারিস চুক্তির শর্তগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে বিশ্বনেতাদের ঐকমত্যে পৌঁছাতে হবে। এই বিষয়ে প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, ‘এটা কঠিন একটা কাজ। তবে এটাও মনে রাখতে হবে যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা ছাড়া আমাদের সামনে বিকল্প নেই।’

এদিকে কপ-২৬-এর প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের মন্ত্রী অলোক শর্মা গার্ডিয়ানকে বলেছেন, কপ-২৬-এর আলোচনা প্যারিস জলবায়ু চুক্তিতে পৌঁছানোর চেয়েও কঠিন হতে পারে। এবারের সম্মেলনে প্রায় ২০০ দেশকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো, বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। এটা ভীষণ কঠিন একটি কাজ।

প্যারিস জলবায়ু চুক্তি সইয়ের পর বৈশ্বিক পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি শীতল হয়েছে। করোনা মহামারির কারণে ইতিমধ্যে কপ-২৬ এক বছরের বেশি পিছিয়েছে। অলোক শর্মা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কপ-২৬-এ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত