জন্মের আগেই শিশুর মাথায় ঋণের বোঝা চাপাচ্ছে সরকার: মঈন খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জুন ২০২১, ২০:২৬ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

স্বাধীনতার ৫০ বছরে এসে এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট দিয়েছে, যাকে বলা যায় ‘অধমর্ণের বাজেট’ বা ঋণের বাজেট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী আবদুল মঈন খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান খুদে বার্তায় এ কথা জানান।

মঈন খান বলেন, মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এ দেশকে বৈদেশিক ঋণনির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক ঋণনির্ভর করেছে, যার ফলে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত