জন্মাষ্টমীর দিনে বক্তব্যে হিন্দু নেতাদের দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী: ফখরুল
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১২:২২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
‘পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। আরেকটি বক্তব্য সম্ভবত আপনারা মনে করতে পারেননি; স্বয়ং প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর দিনে বক্তব্যে আপনাদেরকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন- একটা কিছু ঘটলেই আপনারা ঝাঁপিয়ে পড়েন। এমন মনে হয় যে, আপনারা হিন্দু সম্প্রদায়ের সবাই অত্যাচারিত হচ্ছেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে উদ্দেশ করে এসব কথা বলেন।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিজন কান্তি সরকার। পরিচালনা করেন অমলেন্দু দাস অপু। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের ওপর যখন আঘাত করা হয়, মন্দির-বাড়িঘর ভাঙচুর করা হয়, তখন আপনারা যে প্রতিবাদ করেন, সেই প্রতিবাদটাকে তিনি (প্রধানমন্ত্রী) মনে করছেন আপনারা ভুল করছেন, অন্যায় করছেন। বাড়িয়ে বলছেন, অতিরঞ্জিত করছেন।’
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা সবাই অত্যন্ত দুঃখ ও ঘৃণার সঙ্গে লক্ষ করেছি যে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ভাই, যাদেরকে আমাদের নিজস্ব ভাই মনে করি তাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের মন্দির-উপসানালয়ে আক্রমণ হয়েছে।
‘শুধু হিন্দু নয়, বৌদ্ধ-খ্রিষ্টান সবার ওপর সমানভাবে আক্রমণ করা হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে দেশে কোনো সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে না, গণতন্ত্র থাকবে না, সে দেশে কখনই শান্তি আসবে না। আজকে সেই গণতন্ত্রই এখানে অনুপস্থিত।’
মির্জা ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থার সঙ্গে শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময়ের বহুলাংশে মিল আছে। একইভাবে আজ মানুষের অধিকারগুলো কেড়ে নেয়া হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।
‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৬০০-র বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। খুন করা হয়েছে হাজারের বেশি মানুষকে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এসে নিজেই বলে গেছেন যে এই দেশে গুম করা হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা চলছে।’
মির্জা ফখরুল বলেন, ‘মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের যে কাজ ছিল তা স্মরণ করতে চাই। অর্থাৎ ’৭১ সালে আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করেছিলাম। লক্ষ্য ছিল সুস্থ-মুক্ত সমাজ গড়ে তুলব, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব। বর্তমান সরকার সেই লক্ষ্য থেকে দেশকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের প্রয়োজন অটুট ঐক্য। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই অধিকার যে অধিকারের জন্য ’৭১ সালে যুদ্ধ করেছিলাম, সে অধিকারগুলো প্রতিষ্ঠা করা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত