ছয় হাজার ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গা নারীর যাবজ্জীবন কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৭

চট্টগ্রামে মাদক মামলায় নুর তাজ (২৮) নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ওই নারী বিরুদ্ধে বাকলিয়া থানায় করা এক মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নগরের বাকলিয়া থানাধীন একটি ফিলিং স্টেশনের সামনে থেকে নুর তাজ ও এক শিশুকে ইয়াবাসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চল। এর মধ্যে ওই নারীর কাছ থেকে ছয় হাজার ও সঙ্গে থাকা শিশুর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়। তদন্ত শেষে মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালত এ রায় দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত