ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ভিকারুননিসার শিক্ষকক বরখাস্ত
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৪৩
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এই শিক্ষকের নাম আবু সুফিয়ান। তিনি বসুন্ধরা শাখার ইংরেজির শিক্ষক।
বুধবার রাতে স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯শে আগস্ট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসন্ধুরা (দিবা) শাখার নবম শ্রেণির এক ছাত্রীর বাবা ইংরেজির শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত