ছাত্রদের সঙ্গে মতবিনিময় বৈঠক প্রধান উপদেষ্টার
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
যে ছাত্রদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সরকার গঠনের পর ছাত্রদের সাথে এটিই আনুষ্ঠানিক প্রথম বৈঠক । রোববার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়।
প্রধান উপদেষ্টার দৈনিক কার্যসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা চলবে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ছাত্ররা।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত