ছাগল আটক করে টাকা আদায় করলেন সান্তাহার রেলওয়ে থানার ওসি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:০১
ফুলের গাছ খেয়েছিল কয়েকটি ছাগল। আর তাতেই গাছ খাওয়ার অপরাধে ছাগলগুলোকে রেলওয়ে থানা সংশ্লিষ্ট একটি রুমে আটক রাখা হয়। এরপর টাকার বিনিময়ে ছাগলগুলোকে ছেড়ে নিয়ে যেতে হয়েছে স্ব স্ব মালিকদের। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানায়। ওই থানার ওসি মুক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে আটককৃত ছাগলগুলো মালিকের জিম্মায় ছেড়ে দিয়েছেন।
জানা যায়, গত শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল থেকে সারা দিনব্যাপি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের বিভিন্ন এলাকা থেকে পুলিশ সদস্যদের দিয়ে প্রায় ১৪ টি ছাগল থানায় নিয়ে গিয়ে আটক করে রাখে। সান্তাহার জংশন স্টেশনটির এই থানা সৌন্দর্য বর্ধনের জন্য থানার পাশে খোলা জায়গায় কিছু ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন ওসি মোক্তার হোসেন। পরিকল্পনা অনুযায়ী তিনি কিছু গাছ কিনে নিয়ে আসেন। আর সেই গাছগুলো ছাগলে খেয়ে ফেলে। আর তাতেই রেগে যান ওসি মোক্তার হোসেন। এরপর তিনি একে একে সকল ছাগলগুলো ধরে নিয়ে আসেন পুলিশ সদস্যদের দিয়ে। আটক রাখা হয় থানা এলাকায় আলামতের ঘরে। ছাগল মালিকেরা তাদের ছাগলগুলো খোঁজ করতে থাকে। এক পর্যায়ে জানতে পারেন ফুলের গাছ খাওয়ার অপরাধে রেলওয়ে থানায় আটক রাখা হয়েছে ছাগলগুলো।
পরে ছাগল মালিকরা ছাগল নিতে গেলে থানার ওসি বলেন রেলের ভিতরে ছাগল এসেছে কেন? ছাগল গুলো ফুলের গাছ খেয়েছে। তাই গাছ কিনে দিতে হবে। তাছাড়া দেওয়া হবে না। এরপর বিপাকে পড়েন ওই সকল দরিদ্র ছাগল মালিকেরা। বাধ্য হয়ে তারা ওসির দাবিকৃত টাকা দিতে না পারলেও ছাগল প্রতি ১০০ টাকা করে দিয়ে ছেড়ে নিয়ে যায়।
এদিকে ফুলের গাছ ছাগলে খেয়ে থাকলে ছাগলগুলোকে খোঁয়াড়ে দিতে পারতো। তা না করে টাকা নিয়েছে। তাহলে কি থানার পাশে খোঁয়াড়ের ব্যবস্থা করেছে, অভিযোগের সুরে প্রশ্ন করেন তারা।
ছাগল নিতে আসা শহরের চা বাগান এলাকার সিয়াম নামের এক স্কুল ছাত্র বলেন, আমার খালার ৪ টি ছাগল আটক রেখেছিল রেলওয়ে থানায়। আমি নিতে গেলে প্রথমে ৭ শত টাকা চাওয়া হয়। আমার সাথে একজন ছিলেন। অনেক অনুরোধের পর ৩ শত টাকা দিয়ে ছাগলগুলো নিয়ে আসতে হয়েছে। পুলিশের পোশাক পড়ে একজন নিয়েছে। ফুলের গাছ খাওয়ার অপরাধে ছাগলগুলো আটক রাখা হয়েছিল। তাই টাকা দিয়ে ছাড়তে হয়েছে।
ছাগল মালিক আব্দুর রহিম বাবু বলেন, আমি জানতে পারি আমার চারটি ছাগল ধরে নিয়ে গিয়ে আটক রাখে থানায়। পরে ৩ শত টাকার বিনিময়ে ছেড়ে নিয়ে আসতে হয়েছে ছাগলগুলো।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ছাগল নিয়ে ভাবার কোনো সময় নেই। রেলওয়ে ধারা অনুযায়ী ছাগল ঢোকার কথা না, তার উপর আবার আমার বাগানে এসে ফুলের গাছ খেয়েছে।
থানার পুলিশ সদস্যরা দেখতে পেয়ে ছাগলগুলো আটক করে নিয়ে আসে। তবে ছাগলের সংখ্যা আমার মনে নেই জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে ছাগলগুলো মালিকদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যদি বলতে পারে টাকা নেওয়া হয়েছে তাকে থানায় নিয়ে আসেন, আমি তার সামনে সকল পুলিশ সদস্যদের হাজির করবো কে নিয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত