চেষ্টা করতে হবে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৬:০৭ |  আপডেট  : ৫ মে ২০২৫, ১৩:৪১

মোঃ তাইফুর রহমান
----------------------------

চেষ্টাতে ভাই সফলতা
চেষ্টা করতে হবে
অলস যদি থাকো এমন
জাগবে তুমি কবে?

অলস যারা এই ধরাতে
ভীতি তাদের পথে 
পরাজয় তার জীবনসাথী
বিজ্ঞজনের মতে।

কাজ করতে যার ভয় মনে খুব
তাকে অলস বলে
অলস ওদের পরিবারটা
খুব অভাবে চলে।

সফলতা পাবার আশায়
চেষ্টা যারা করে
জয়ের হাসি তারাই হাসে
শান্তি তাদের ঘরে।

কোনো কাজে বিজয় পেতে
চেষ্টা যাদের আছে
তারাই পাবে সফলতা
বিজয় হাতের কাছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত