জনজীবন বিপন্ন
চুয়াডাঙ্গায় টানা ৮ দিন সর্বোচ্চ তাপমাত্রা
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১২:৫৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২
চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে মানুষ ও যানবাহন চলাচল অনেকটা কমে গেছে। বাজারে ঈদ কেনাকাটায় ছেদ পড়েছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।
গত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮.৫ ডিগ্রিতে থাকছে। রোববারও (৯ এপ্রিল) সকালে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা দেশের সর্বেোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলয়িাস ছিল। এছাড়া শুক্রবার ৩৮ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭.৫ ডিগ্রি, বুধবার ৩৭ ডিগ্রি, মঙ্গলবার ৩৭ ডিগ্রি, সোমবার ৩৫.৫ ডিগ্রি ও রোববার ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
গত সাত দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে। দু-তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা আরও বাড়বে পাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত