চুল কেটে গিনেস রেকর্ড মার্কিন তরুণীর!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১০:১০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০১

চুল লম্বা রাখা বেশ কঠিন কাজ। লম্বা চুলের জন্য নিতে হয় বাড়তি যত্ন। পোহাতে হয় বাড়তি ঝামেলা। ১৭ বছরের বেশি সময় ধরে সেসবই সামাল দিচ্ছিলেন এই মার্কিন নারী খেলোয়াড়। পেশাদার স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খানের (৩০) জন্য লম্বা চুল সামলে খেলাধুলা চালিয়ে যাওয়াটাও কম ঝকমারি ছিল না।  অবশেষে কেটে ফেললেন সেই সাধের চুল। সেই কাটা চুলের অংশ শিশুদের একটি সংস্থায় দান করে গিনেস বিশ্ব রেকর্ডেও ঠাঁই করে নিলেন এই তরুণী। বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি চুল দান করার রেকর্ড এখন তার।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর বয়সে সর্বশেষ চুল কেটেছিলেন জাহাব।  চুলের কাটা অংশ তিনি যেসব শিশুর  চিকিৎসার কারণে চুল উঠে যায় তাদের জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থায় দান করেছেন।

গণমাধ্যমে জাহাব জানান, তার লম্বা চুলের রহস্যের পেছনে রয়েছে তার নানির গোপন তেল। তিনি বলেন, আমরা ছোট চুল দেখে ভালোই লাগছে। কিন্তু আমি আমার লম্বা চুলগুলোকে মিস করছি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহাব লিখেছেন, আমার বাবার দেওয়া একটি আইডিয়া আমার জীবন বদলে দিয়েছিল…..আমাদের ১৮ বছরের স্বপ্ন অবশেষে সত্যি হলো। চুল হারানো এসব শিশুদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে যারা সমর্থন জানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত