চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:৪৯ |  আপডেট  : ৫ মে ২০২৫, ০৫:৪৯

তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এর ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুটি আটকে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

এ বিষয়ে উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে পৌঁছে সেটি লাইনচ্যুত হয়।

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত