চীনে প্রথমবারের মতো মানবদেহে 'বার্ড ফ্লু' শনাক্ত!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জুন ২০২১, ১১:০৬ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬

চীনে প্রথমবারের মতো মানবদেহে নতুন ধরনের বার্ড ফ্লুয়ের সংক্রমণ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সম্প্রতি চীনের পশ্চিমে জিয়াংসু প্রদেশে ৪১ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে এইচ-টেন-এন-থ্রি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ শনাক্ত হয়। তবে কীভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি চীনের স্বাস্থ্য অধিদপ্তর। 

তবে এই ধরনটি হাঁস-মুরগী থেকে ছড়ানো ছোট এবং তুলনামূলক কম ক্ষতিকর রোগ। এটি বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কম বলে জানিয়েছে এনএইচসি। সূত্র: দ্য গার্ডিয়ান 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত