চীনে করোনার ওষুধ প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৭

ফাইজারের কোভিড-১৯ ওষুধ প্যাক্সলোভিড ‘শর্তসাপেক্ষে’ ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হালকা থেকে মাঝারি ও গুরুতর অসুস্থতার উচ্চঝুঁকি রয়েছে এমন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের চিকিৎসায় প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই ওষুধ নিয়ে আরও গবেষণা পরিচালনা দরকার। এর প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া প্রয়োজন। ফাইজারের প্যাক্সলোভিড মুখে খাওয়ার ওষুধ। করোনার চিকিৎসায় এই প্রথম তা ছাড়ল তারা।

এর আগে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে প্যাক্সলোভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। সাধারণত, ওমিক্রনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস সারাবিশ্বের ছড়িয়ে পড়ে। পরে করোনার চিকিৎসায় নানা পন্থা অবলম্বন করেছে দেশটি। তবে এখন পর্যন্ত কোনও বিদেশি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত