চীনের উপহারের ৫ লাখ টিকা নিচ্ছে বাংলাদেশ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:১৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭
চীনের উপহারের ৫ লাখ ডোজ করোনা টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে বলা হয়েছে। তবে তা প্রয়োগ করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি। আর দেশে সেরামের টিকার সংকটের আশঙ্কা থাকলেও প্রথম ডোজ প্রয়োগ এখনই বন্ধ হচ্ছে না। স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন ।
গত ২০ এপ্রিল বাংলাদেশকে ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার দিতে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখে চীনা দূতাবাস। চাওয়া হয় জরুরি ব্যবহারের অনুমোদনও।
উপহারের এই ৫ লাখ ডোজ গ্রহণ এবং জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীনের টিকা নিয়ে বিশেষজ্ঞ মহলে দ্বিমত আছে।
এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর জানালো, টিকা পেলেই তা প্রয়োগ করা হবে না। এ জন্য সিদ্ধান্ত নিবে জাতীয় কমিটি। ঢাকার বিশেষজ্ঞরা বলছেন, যতদিনে বাংলাদেশের হাতে টিকা পৌঁছাবে চীনের টিকা ততদিনে হয়তো অনুমোদন মিলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
এছাড়া আলোচনায় থাকা রাশিয়ার প্রযুক্তিতে করোনার টিকা উৎপাদিত হলে, তা বিদেশে রপ্তানির সুযোগ থাকবে বাংলাদেশের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত