চিত্রনায়ক রিয়াজের বড়শিতে উঠলো বিশাল বড় কাতলা
প্রকাশ: ১৭ মে ২০২২, ১১:১৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১০
মাছ ধরার আনন্দের ছুটির দিনটা বেশ জম্পেশভাবে কাটিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। ছুটির দিনে বড়শি দিয়ে বিশাল এক কাতলা মাছ ধরেছেন রিয়াজ। আর সেই মাছের ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পোস্টে। সেখানে দেখা গেছে, মাছ ধরার আনন্দে উদ্বেলিত তিনি। চোখে-মুখে বেশ উচ্ছ্বাস।
অভিনয় জগৎ থেকে দূরে থাকা রিয়াজ ব্যস্ত আছেন সংসার ও ব্যবসার নিয়ে। সেই সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনেও বেশ সক্রিয় তিনি। ব্যস্ততার ফাঁকেই নিজের অবসরে ছুটে গিয়েছিলেন মাছ ধরার আশায়। পূরণ হয়েছে সেই আশাও।
সোমবার রাতে মাছ ধরার অভিজ্ঞতা শেয়ার করে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, একটি বিশাল সাইজের কাতলা মাছ কোলে নিয়ে আছেন রিয়াজ। ছবির ক্যাপশনে রিয়াজ লিখেছেন, আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল ।মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারন আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়।শেষে পানিতে নেমে মিনার ভাই এটা কে অনেক কসরত করে ডাঙ্গায় তোলেন। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল, সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে, কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ।
সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা।
ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য...
ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফ কে...
ধন্যবাদ “প্রিমিটিভ ফিশিং বাই আকিব” এর আকিব ভাইকে... আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না ।
আর ওজন ? আমি নিজেই বাঁকা হয়ে আছি .....
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত