চা যখন ওয়্যার হাউজের দিকে যায় তখন ভূতে ধরে - চা বোর্ড চেয়ারম্যান
কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ | আপডেট : ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮
চা চাষীদের মাঝে সার সরবরাহ নিশ্চিত করণসহ কাঁচা পাতাকে অচিরেই কৃষি পণ্য হিসেবে ঘোষনা করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দীন আহমেদ এসপিপি, এনডিসি এ এফ ডব্লিউ পি এস সি. এ কথা বলেন।
তিনি রবিবার (৭ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উত্তরাঞ্চলের চা শিল্পর অংশিজনদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, চা চাষীদের জন্য সার সরবরাহ নিশ্চিত করা হবে। এ জন্য আমরা কাজ করছি। এ সারের সমস্যা হবেনা। সকল সমস্যার সমাধান এই টেবিলে বসেই করা হবে। এখানে লুকোচুরির কিছু নাই। যদি কারো সমস্যা থাকে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। কাঁচা চা পাতা সরকারি ভাবে ২৫ টাকা কেজি নির্ধারণ করা থাকলেও তা এখন ৪০ টাকায় উঠেছে। তিনি উদহারন হিসেবে বলেন যদি একশ টন পন্য উৎপাদন হওয়ার কথা সেখানে ৭৫ টন পাওয়া যায় ‘তাহলে বাকি পন্য কোথায় যায়। এটি চোরাই পথে চলে যায়।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, কৃষি পণ্য হিসেবে চাপাতাকে একাধিকবার উপদেষ্টা ও সচিবের সাথে মিটিং করেছি। বেআইনি ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে যারা বেশি উৎপাদনকরা যাবেনা। যদি বেশি উৎপাদন করতে চান তাহলে অনুমতি নেন। নিয়মের বাইরে এসব করবেন তাকেই ধরা হবে।চা বোর্ড চেয়ারম্যান আরো বলেন, নিবন্ধিত হওয়ার বাইরে চা সরবরাহ করা যাবেনা। যারা দেন তারাও দায়ী, যারা নেন তারা দায়ী এসব আমরা দেখবো। কারখানার সংখ্যা ৫৩ টি। এটা আমার সময় হয়নি। অহেতুক ভাবে কারখানার স্থাপন করলে বর্তমান কারখানার মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি এখন করছিনা। তিনি চা পাতা পাচার ও উৎপাদন এবং ক্রয় বিষয়ে বলেন এসব অমান্য করা যাবেনা। তিনি এসকল অনিয়মের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীলদের নজরদারি নির্দেশনা দেন। আমরা কি জানি পৃথিবীতে গড়ে কতো মানুষ মারা যায় ‘ কমপক্ষে দেড়লাখ। অত্রএব অন্যায় করে কোন কিছু করা ঠিক নয়। চা যখন কারখানা থেকে ওয়্যার হাউজের দিকে রওনা হয় মাঝে খানে ভুতে ধরে‘মানে হাওয়া হয়ে যায়। এটা নিয়ন্ত্রন করতে পারেন চা কারখানার মালিকরা। এটা যেনো না হয়। একটি সঠিক জিনিসের উপর প্রতিষ্ঠিত থাকা এখানে আল্লাহর বিশেষ তায়ালার নিয়ামত ও বরকত থাকে। হঠাৎ করে জ্বলে ওঠে আবার নিভে যায়।
তিনি বলেন আমাদের চায়ের মান ঠিক রাখতে হবে। এটা যদি না হয় তবে আমাদের উত্তরাঞ্চলের চায়ের মান খারাপ হবে এবং সুনাম নষ্ট হবে। প্রতিদিন অধিকাংশ কারখানায় হচ্ছেনা, এটা মেইনটেইন করবেন, সেটা সঠিক ভাবে আমাদের দিবেন। আপনাদের বিপদে পড়েন সেজন্য আমাদের সরকার এখানে রাখেননি। সরকার বলছে আপনারা সুষ্ঠু ভাবে সুন্দর ভাবে লাভবান হন। তিনি কুরিয়ার সার্ভিসকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের কথা বলেন তিনি। পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এর সভাপতিত্বে এসময় বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন (যুগ্ম সচিব) সদস্য (গবেষনা ও উন্নয়ন) বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক লে,কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত